রবি এলিট গ্রাহকদের জন্য ইউনিলিভার পণ্যে বিশেষ ছাড়

বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি’র এলিট গ্রাহকরা। ইউনিলিভারের একমাত্র ই-কমার্স সাইট ইউশপবিডি থেকে এ সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ইউশপবিডিতে ইউনিলিভারের জনপ্রিয় প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য ঘরে বসেই সহজে অর্ডার করা যায়। চুক্তির আওতায় ইউশপবিডি থেকে পণ্য অর্ডার করলে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবির এলিট গ্রাহকরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র হেড অব মার্কেটিং, মো. শওকত কাদের চৌধুরী, জেনারেল ম্যানেজার (লয়্যালটি প্রোগ্রাম), এএসএম ফয়সাল এবং পার্টনারশিপ ম্যানেজমেন্ট’র ম্যানেজার তাসনিয়া আফরিন। অনুষ্ঠানে ইউশপবিডি’র পক্ষ থেকে ইমার্জিং বিজনেস অ্যান্ড আউটডোর অ্যাডভার্টাইজিং লিড, জাকিয়া হুসেইন এবং ই-কমার্স এক্সিকিউটিভ, সাফা এ নাফী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন: https://www.robi.com.bd/en/personal/robi-elite/elite-partners/unilever

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm