রপ্তানিতে অবদান, সিআইপি হলেন বনফুল-কিষোয়ান গ্রুপের এমডি শহীদুল ইসলাম

দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ১৮৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করে কার্ড দেওয়া হয়েছে। এ তালিকায় স্থান পেয়েছেন বনফুল-কিষোয়ান গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদুল ইসলাম। বাণিজ্য মন্ত্রণালয় ২০২২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাদের নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ১৮৪ জন ব্যবসায়ীর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শহীদুল ইসলাম প্রথম বার সিআইপি হয়েছেন। তিনি বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এমএ মোতালেব এমপির জ্যেষ্ঠ ছেলে। বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে সিআইপি হওয়া ওয়াহিদুল ইসলাম বনফুল-কিষোয়ান গ্রুপের এমডি শহীদুল ইসলামের ভাই।

মো. শহীদুল ইসলাম সিআইপি বলেন, ব্যবসায়ীদের একত্রিত করে সিআইপি কার্ড প্রদানে সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে রপ্তানি খাতকে আরও গতিশীল করবে। শুধু তাই নয়, এ ধরনের ইতিবাচক পদক্ষেপ সরকারের বাণিজ্য খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আগের তুলনায় বর্তমানে রপ্তানি আয় বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়তে থাকবে। এতে দেশের রপ্তানি খাত সমৃদ্ধ হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm