রঙ মিশিয়ে আইসক্রিম, ২ আইস ফ্যাক্টরি গুণলো জরিমানা

লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দুটি আইস ফ্যাক্টরি ও মুদি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

রঙ মিশিয়ে আইসক্রিম, ২ আইস ফ্যাক্টরি গুণলো জরিমানা 1

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন এবং বিক্রির অপরাধে লোহাগাড়ায় ইকবালের আইস ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, পদুয়ায় আবুল কালামের আইস ফ্যাক্টরিকে ৮ হাজার টাকা ও মো. ইসমাইলের মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm