চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দুটি আইস ফ্যাক্টরি ও মুদি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন এবং বিক্রির অপরাধে লোহাগাড়ায় ইকবালের আইস ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, পদুয়ায় আবুল কালামের আইস ফ্যাক্টরিকে ৮ হাজার টাকা ও মো. ইসমাইলের মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
এএইচ