রঙমিস্ত্রি কাউসার অপহরণ করে নবীনকে, শ্রীমঙ্গল থেকে উদ্ধার

0

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন হিলভিউ থেকে অপহরণ হওয়া নবীনকে উদ্ধার করা হয়েছে শ্রীমঙ্গল থেকে। আটক করা হয়েছে অপরহণকারী কাউসারকেও। কাউসার পেশায় রঙমিস্ত্রি।

মঙ্গলবার (২৫ জুন) নবীনকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ। নবীন হিলভিউ আবাসিক এলাকার বেলাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কিশোর নবীনকে হিলভিউ আবাসিক এলাকা থেকে গত ১৮ জুন অপহরণ করা হয়। পরের দিন তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হলে আমরা তদন্তে নামি। এক পর্যায়ে অপহরণকারীরা বিকাশে মুক্তিপণ চায়। তখন তাকে কিছু টাকা পাঠানো হয়। এরপর প্রযুক্তির সহায়তায় নবীনকে আমরা উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী কাউসারকে আটক করতে সক্ষম হই। নবীনকে মঙ্গলবার (২৫ জুন) রাতে উদ্ধারের পর বুধবার সকালে চট্টগ্রামে আনা হয়। তারপর নবীনকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

s alam president – mobile

অপহরণকারী কাউসার পেশায় একজন রঙমিস্ত্রি। জিজ্ঞাসাবাদে কাউসার জানায় পূর্ব পরিচয় সূত্রে নবীনকে ফুসলিয়ে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ করে। তার সাথে অন্য কোন চক্র আছে কী না তদন্ত চলছে বলেও জানান ওসি আতাউর রহমান।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!