রক্তে রঞ্জিত পাহাড়ে সশস্ত্র লড়াইয়ে ঝরে গেল ৬ প্রাণ

পাহাড়ে সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষে ৬ প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে বান্দরবানের সদরের রাজবিলার বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রুপের গোলাগুলিতে জেএসএস (সংস্কার) জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমাসহ ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে আরও ২ জন।

নিহত অন্যরা হলেন, জেএসএস সংস্কার এর সদস্য মিলন চাকমা, ডেবিট বাবু, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। গুলিবিদ্ধ দুজন হলেন, নিরু চাকমা ও বিদ্যুৎ ত্রিপুরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত আমরা পরে জানাবো।

জেলার ৬ নম্বর নোয়াপতং ইউনিয়ন পরিষদ সদস্য মিচি মার্মা বলেন, আমরা ঘটনাস্থলে ৫ জনের লাশ দেখেছি, গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই আরেকজন নিহত হয়েছেন।

এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছে। ঘটনারপর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। বান্দরবান জেলা শহরেজুড়ে আতংক বিরাজ করছে।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm