রক্তাক্ত রাঙামাটি, পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত বিলাইছড়িতে

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ইউনিয়ন বড়থলীতে পাহাড়ি সন্ত্রাসী হামলায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, চিতারাম ত্রিপুরা (৬৫) ও বিশ্ব চন্দ্র ত্রিপুরা (৪৯)। অন্য একজনের নাম পরিচয় জানা যায়নি।

বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা জানান, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়থলী সাইজাম পাড়া এলাকায় ঢুকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে ৩ জন নিরিহ গ্রামবাসী মারা যান। নিহত দুই জনের নাম জানা গেলেও এক জনের নাম জানা যায়নি।

তবে স্থানীয়রা পাহাড়ে নতুন সংগঠিত কুকি-চিন দলকে এই ঘটনার জন্য দায়ী করছে বলে জানান তিনি।

এদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সংগঠনের ফেইসবুক পেইজে জেএসএস’র আস্তানায় হামলার বিষয়ে উল্লেখ করে দাবি করা হয়, এ ঘটনায় জেএসএস’র ৩ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তারা এই হামলায় একজন শিশুও গুলিবিদ্ধ হয়ে আহত হয় বলে দাবি করেছে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে বড়থলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমার কাছ থেকে জেনেছি। তার দেওয়া তথ্য অনুযায়ী সেখানে ৩ জন নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি খুবই দুর্গম একটি এলাকা। এলাকাটি বান্দরবান জেলার রুমা উপজেলার কাছাকাছি। সেখান থেকেও পায়ে হেঁটে ওই এলাকায় যেতে ২ দিন লাগতে পারে। তাই সেখান থেকে সঠিক তথ্য পাওয়া খুবই কঠিন। আমি সংশ্লিষ্ট থানার ওসিকে এ বিষয়ে জানিয়েছি এবং ঘটনার সঠিক তদন্ত করার অনুরোধ করেছি।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm