রংপুরের বিজয়রথ থামিয়ে রাজশাহীর অঘটন, রাব্বির ব্যাটে ঝড়

ম্যাচ শুরুর আগে মিডিয়া বক্সে বলাবলি হচ্ছে এটি যেন বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচ। রসিকতার ছলে সেই কথা বললেও বাস্তবে যেন সেটিই হলো! চলতি বিপিএলে একমাত্র দল হিসেবে টানা আট ম্যাচ অপরাজিত থাকার তকমাটা এতদিন ধরে রেখেছিল রংপুর রাইডার্স। অবশেষে সেই রংপুরও হোঁচট খেল এমন এক দলের বিপক্ষে, যারা এই বিপিএলে মাঠ ও মাঠের বাইরে পার করছে সবচেয়ে বেশি বিতর্কিত সময়—দুর্বার রাজশাহী। রংপুরকে তারা হারিয়ে দিয়েছে ২৪ রানে। আগেই প্লে অফ নিশ্চিত করা রংপুরের নবম ম্যাচে এটি প্রথম হার। অন্যদিকে, দশম ম্যাচে রাজশাহীর চতুর্থ জয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। বোলিংয়ে প্রথম ওভারেই আঘাত হানেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ। কোনো রান না করেই সাজঘরে ফেরান চট্টগ্রামের উঠতি তারকা ইরফান শুক্কুরকে। তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন এসএম মেহরাব। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। এরপর খুশদিল শাহও ফেরেন মাত্র ১৪ রান করে। তবে উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন সাইফ হাসান। শফিউল ইসলামের বলে আউট হওয়ার আগে সাইফের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান।

এরপরই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী। তবে জয়ের স্বপ্ন দেখা রাজশাহীর স্বপ্ন ভঙ্গ করতে বসেছিলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রায়ান বার্লের বলে মাত্র ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হলে আর কেউ হাল ধরতে পারেনি। ১৪৬ রানে অলআউট হয়ে ৮ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো রংপুর।

এর আগে টসে জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান রংপুর অধিনায়ক সোহান। দলীয় ২৪ রানে রাকিবুল হাসানের বলে ১৯ রান করে আউট হন মোহাম্মাদ হারিস। তবে এনামুল হক বিজয় দেখেশুনে খেললেও আরেক ওপেনার সাব্বির হোসেন রান তুলতে থাকেন দ্রুত গতিতে। প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৬২ রান তুলে নেয় রাজশাহী। দলীয় ৭৬ রানে মাত্র ১৯ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন সাব্বির। রাজশাহীর হয়ে এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার রায়ান বার্লও ফেরেন কোনো রান না করেই।

এরপরই ঘরের মাঠে শুরু হয় ইয়াসির আলী রাব্বির ঝড়। রাজশাহী যখন বড় রানের স্বপ্ন দেখছিল তখনই মাত্র ৩২ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রাব্বি। বিজয়ও কাটা পড়েন আকবরের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে। শেষ ৫ ওভারে রাজশাহীর ব্যাটাররা নিয়েছেন মাত্র ২৭ রান। আর তাতেই শেষ হয় রাজশাহীর বড় সংগ্রহের স্বপ্ন। তাদের ইনিংস থেমে যায় মাত্র ১৭০ রানে। তবে তাদের সেই সংগ্রহকেই যথেষ্ট প্রমাণ করেন তাসকিন এন্ড গং।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ উঠে এসেছে দুর্বার রাজশাহী। রংপুর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm