ইতিমধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাস আক্রান্ত তিনজন রোগী। তবে আতঙ্ক না ছড়িয়ে হতে হবে সচেতন। সতর্ক আর সচেতন হলেই মোকাবেলা করা যাবে করোনাভাইরাস— এমনটিই জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগগুলো।
বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এটি প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য হটলাইন চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট— আইইডিসিআর।
নম্বরগুলো হলো ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ। পাশাপাশি, কোথাও ঝুঁকিপূর্ণ কাউকে দেখলেও হটলাইনে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।
তবে, ঋতু বদলের কারণে এখন বিভিন্ন ধরনের সর্দি-জ্বর ও ফ্লুতে আক্রান্ত হচ্ছে মানুষ। সেক্ষেত্রে অতি উৎসাহী আচরণ না করে সতর্কতামূলক আচরণ করতে হবে।
বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর, গলা ব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। এছাড়া বিদেশ ফেরত যেকোনো ব্যক্তিকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এসআর/সিপি