যুবলীগ নেতা আদিত্য নন্দীর ‘পূর্ব শত্রু’ আটক ছুরিকাঘাতের ঘটনায়

চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর প্রচারণা মিছিলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় আবুল বাশার নামে যুবলীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। পুলিশ বলছে, বাশারের সঙ্গে আদিত্য নন্দীর ‘পূর্ব শত্রুতা’ ছিল।

রোববার (২৪ জানুয়ারি) রাতে নগরীর ষোলশহর স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আবুল বাশারকে আটক করে। এছাড়া আটক অপর ব্যক্তির নাম জাহিদ। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ বলেন, ‘আটক আবুল বশরের সাথে আদিত্য নন্দীর পূর্বশত্রুতা ছিল। আমরা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাব।’

ছুরিকাঘাতের ঘটনায় আটক আবুল বাশার স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের সমর্থনে যুবলীগের একটি প্রচারণা মিছিলে অজ্ঞাত ব্যক্তির হাতে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী ছুরিকাহত হন।

ছুরিকাহত হওয়ার পর আদিত্য নন্দীকে জিইসি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান আদিত্য নন্দী।

জানা গেছে, দুপুরে রেজাউল করিমের সমর্থনে পাঁচলাইশ এলাকার সানোয়ারা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ২ নম্বর গেটের উদ্দেশে একটি মিছিল বের হয়। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন।

জানা গেছেন, মিছিলটি ষোলশহর রেলবিট অতিক্রম করতেই আদিত্যকে ছুরিকাহত করার ঘটনা ঘটে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!