পরিচয় দেন সমাজসেবক হিসেবে। কয়েকটি ক্লাবের সভাপতিও তিনি। এছাড়া একটি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যও তিনি। কিন্তু এসবের আড়ালে তিনি করেন ইয়াবা ব্যবসা।
এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে এমনই একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আলাউদ্দিন (৪০)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের জাফর আহমদের ছেলে। এছাড়া তিনি ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, আলাউদ্দিন সীতাকুণ্ডের স্থানীয় আওয়ামীলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য। এছাড়া মাদামবিবিরহাট বাজার ইজারাদার ও স্থানীয় ভাঙাপোল নবজাগরণ সমবায় সমিতির সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন আলাউদ্দিন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আলাউদ্দিন নামের একব্যক্তিকে ইয়াবাসহ র্যাব গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তবে তার বিরুদ্ধে থানায় আরও মামলা আছে কিনা আমার জানা নেই। উনাকে থানায় হ্যান্ডওভার করলে তখন বলা যাবে সে কেমন লোক ছিল। ওই লোককে আমি চিনিও না।
স্থানীয় এলাকাবাসী জানান, আলাউদ্দিন মাদামবিবিরহাটের একজন ব্যবসায়ী। মাদামবিবিরহাট বাজার ইজারাদার অফিসে সব সময় বসতেন। তিনি ওই অফিস থেকেই ইয়াবার কাজ-কারবার করতেন। তার পরিবারের অন্যান্য সদস্যও নানা অপরাধের সঙ্গে জড়িত ।
নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ডের একজন আওয়ামীলীগ নেতা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দীর্ঘ ২০১২ সাল থেকেই আলাউদ্দিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। থানা পুলিশ কয়েকবার গ্রেপ্তার করেছে তাকে। উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম সাহেদের ছত্রছায়ায় ইয়াবার কারবার করতো আলাউদ্দিন। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের জিম্মিকরে অতিরিক্ত টাকা আদায়, কার-মাইক্রো ব্যবসার আড়ালে ইয়াবার চালান সরবরাহ- এগুলোই হলো আলাউদ্দিন মূল কাজ।
মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, আমার বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ভালো মানুষের ছদ্মবেশে খারাপ কাজ করতো সেটি আমি জানতাম না। আজকেই জানতে পারলাম তিনি ইয়াবা ব্যবসায়ী। তিনি আওয়ামীলীগ নেতা, বাজার কমিটির সভাপতি এবং একটি ক্লাবের সভাপতি। এতোগুলো সামাজিক কাজের আড়ালে তার ইয়াবা কারবারের কথা কে মাথায় রাখবে। এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হচ্ছেন এখানকার এমপি। এছাড়াও তাকে এলাকার লোকজন ভোট দিয়ে পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেছেন। উনি মিটিংয়ে আসতেন। কিন্তু তেমন কথা বলতেন না।
জাহানবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলমা রনি জানান, আলাউদ্দিন জাহানবাদ ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতির পদে আছেন।
স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আলাউদ্দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ইয়াবার বাণিজ্য করতো। সে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে বলে আমি শুনেছি। মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমি। কিন্তু এই খারাপ লোক আমি কমিটিতে আসার আগে থেকেই সদস্য ছিল। পূর্বে যিনি সভাপতি ছিল তিনি মারা যাওয়ার পর আমাকে সভাপতি করা হয়েছে। এ ইয়াবা কারবারিকে কমিটি থেকে বহিষ্কার করবো।
এএস/এএইচ