ঘণ্টাখানেক বাদেই ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বহুল আলোচিত কেন্দ্রীয় কমিটি। লম্বা সময় নিয়ে কয়েক স্তরে যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর টেবিল ঘুরে আসা এই কমিটিতে কারা থাকবেন তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
তবে এবারের কমিটিতে চট্টগ্রাম থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিবেন বলেই ধারণা করছে সংশ্লিষ্টরা।
নতুন এই কমিটিতে চট্টগ্রাম থেকে বেশ কিছু নতুন মুখ চমক হিসেবেই জায়গা করে নিচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া একজন নেতা ছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া চট্টগ্রামের একজন নেতা এবারের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন।
অন্যদিকে চট্টগ্রাম মহানগর কেন্দ্রীক রাজনীতির সাথে সম্পৃক্ত ৩ জন নেতার নাম চূড়ান্ত তালিকায় আছে বলেও জানিয়েছে সেই সূত্রটি। এছাড়া আগের কমিটিতে দায়িত্বে থাকা সিসি কমিটির সদস্যদের ১ জনের এবার মূল কমিটিতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ঘোষণার আগে কোনো বিষয়েই নিশ্চিত করে বলতে রাজি নন সংশ্লিষ্ট কেউ। শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়ে করা নতুন এই কমিটিতে কারা আসছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ১ বছরের বেশি সময় ধরে চলে আসা এসব জল্পনা কল্পনার অবসান হতে আর মাত্র কিছু সময় বাকি।
শনিবার(১৪ নভেম্বর) বিকেলে নতুন এই কমিটির নাম ঘোষনার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ ক্যাসিনো কেলেংকারিতে তুমুল সমালোচিত হন যুবলীগের শীর্ষ নেতারা। এর কিছুদিনের মধ্যে গত বছরের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কেন্দ্রীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেস থেকে তিন বছরের জন্য শেখ ফজলে শামস পরশকে সংগঠনের চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
ওই সময় থেকে বিতর্কিতদের বাদ দিয়ে বেছে বেছে পরিচ্ছন্ন ইমেজের নেতাদের নিয়ে নতুন যুবলীগ গঠন করার ঘোষণা দিয়ে আসছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। এরপর দীর্ঘ একবছর পেরিয়ে গেলেও সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি যুবলীগ।
এআরটি/এমএফও