চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সেখান থেকে আনতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম কুমিল্লার পথে রওনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মিয়ামী হোটেল থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীপ্তি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ছাড়াও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘ঢাকা যাওয়ার পথে যুবদল নেতা দীপ্তিকে আমরা গ্রেপ্তার করেছি। এখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে জানা গেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম কুমিল্লার পথে রওনা হয়েছে। তাকে চট্টগ্রামে আনার পর বুধবার (১৮ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম কাজির দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোশাররফ হোসেন দীপ্তি এজাহারনামীয় আসামি। পুলিশ তাকে এই মামলায় রিমান্ডে আনার আবেদন করবে বলে জানা গেছে।
সিপি