যুবকের গলিত লাশ উদ্ধার চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়া অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী গ্রামের সংরক্ষিত বনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী গ্রামে সংরক্ষিত বনের ভেতর ঝোপের মধ্যে অর্ধগলিত যুবকের লাশ দেখতে পান কয়েকজন কাঠুরিয়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, ‘যুবকের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিট নমুনা সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘লাশের শরীর ফুলে গেছে। মুখমণ্ডল গলে গেছে। দেখে পরিচয় জানার উপায় নেই। ধারণা করছি, পাঁচ-ছয়দিন আগে থেকে ওই স্থানে মরদেহটি পড়ে আছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm