যুক্তরাজ্যে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

যুক্তরাজ্যে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র (জিসিএইউকে) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা 1

গত ৯ এপ্রিল পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে এসব আয়োজন সম্পন্ন হয়।

s alam president – mobile

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ইসহাক চৌধুরী। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ কায়সার ও ট্রাস্টি মোহাম্মদ আলী রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে রমজানের তাৎপর্য ও ফজিলত বিষয়ে প্রধান আলোচক ছিলেন ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান।

মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউহাম বরোর কাউন্সিলর ও চিফ হুইপ এনামুল ইসলাম।

এ সময় ট্রাস্টি ও কমিউনিটি লিডার মোহাম্মদ আলী রেজা উপস্থিত সকল ট্রাস্টিকে পরিচয় করিয়ে দেন।

Yakub Group

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী আবুল হোসেন বাবুল, উপদেষ্টা ওমর আলী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলমগীর, ট্রাস্টি মোহাম্মদ আলী, ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, ট্রাস্টি সেলিমুল হক, ট্রাস্টি আরশাদ মালেক, ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি ব্যরিস্টার চৌধুরী জিন্নাত আলী, ট্রাস্টি কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গণি, সাবেক সভাপতি মোহাম্মাদ ইসহাক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার, বারিস্টার জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা কাজী আবুল হোসেন বাবুল, উপদেষ্টা ওমর আলী।

ট্রাস্টিদের পক্ষে বক্তব্য রাখেন ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান ও মীর রাশেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!