যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে চট্টগ্রাম সমিতি ইউকে-এর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন হাইকমিশনারকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বাংলাদেশি কমিউনিটির জন্য এনআইডি কার্ড, পাসপোর্ট, নো ভিসাসহ অন্যান্য সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সমিতির নেতৃবৃন্দ।
এই সময় চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন নাজিম উদ্দিন, ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, জেনারেল সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ট্রেজারার আব্দুল মান্নান এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ইফতেখার চৌধুরী।
বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার হয়রত আলী খান।
আলোচনায় ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির সেবায় যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।