যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহদাত হোসেন (৩৮)। অবশেষে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় র্যাব-৭ এর হাতে ধরা খায় এ পলাতক আসামি।
মঙ্গলবার (১২ মার্চ) নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে এ পলাতক আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. শাহদাত হোসেন লক্ষীপুর জেলার ধারাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, ঢাকার খিলগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.শাহদাত। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।
তিনি আরও জানান, আসামিকে লক্ষীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ/এমএহক