ময়লা নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ মেয়রের

0

একটি চক্র ময়লা আবর্জনা নিয়ে চসিকের নামে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার (২১ জুলাই) সকালে সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৪৮তম সাধারণ সভায় তিনি এ অভিযোগ তোলেন।

নগরীর রাস্তায় ময়লা-আর্বজনার স্তুপ যেন দেখা না যায় সে ব্যাপারে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে সর্তক করে মেয়র বলেন, ‘চসিকের সুনামকে ম্লান করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। এ চক্র বাইরের ময়লা এনে নগরীতে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।’

এই কর্মকাণ্ড সম্পর্কে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন মেয়র।

s alam president – mobile

সভায় আসন্ন ঈদুল আযহায় নগরীর কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ব্যাপক কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি আরো জানান, ঈদের দিন বিকাল চারটার মধ্যে পুরো নগরীতে কোরবানির দিন জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ এবং ঈদের পরেরদিন শেষ রাত পর্যন্ত বর্জ্য অপসারণের লক্ষ্যে ৪১ ওয়ার্ডকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মোট চারে জোনে বিভক্ত করে কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে চারটি ‘উপ-কমিটি’ এবং একটি কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। ঐদিন পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল। বর্জ্য অপসারণ কার্যক্রম নিশ্চিতকল্পে কোরবানি ঈদের দিন সকাল নয়টার মধ্যে দায়িত্বে নিয়োজিত স্থায়ী ও অস্থায়ী পরিচ্ছন্ন কর্মীদের স্ব স্ব ওয়ার্ডে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এসব কার্যক্রম ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা তদারকি করবেন।’

এতে সভাপতির বক্তব্যে চসিকের চলমান সকল উন্নয়ন প্রকল্পে তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সর্বস্তরের কর্মকর্তাদেরকে প্রকল্প এলাকায় বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দিয়েছেন আ জ ম নাছির।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতি তার অধীনস্ত কর্মকর্তাদের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। স্বচ্ছতা ও কাজের গুণগত মান নিশ্চিত হয়।’

Yakub Group

চসিক সচিব আবু সাহেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেমসহ নগরীর সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!