মৎস্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লালদীঘি এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শুক্কুর (৪৫) পরৈকোড়া ইউনিয়নের থাতুয়া এলাকার আবদুল খালেদের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

এর আগে গত সোমাবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ গেটে আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলামকে মারধর করেন পরৈকোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘হামলার শিকার মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm