ম্যাজিস্ট্রেট না থাকায় উচ্ছেদ অভিযান স্থগিত করলো রেল চট্টগ্রাম

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও স্থগিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট না থাকায় এই অভিযান চালানো যাচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগের দুটি অভিযান এভাবে স্থগিত করা হয়।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে খুলশী থানার ঝাউতলা বাসা নম্বর ৬২২/এ-এর আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিডিউল ছিল রেলের। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় মাইকিংও করা হয়। পরে সকালে হঠাৎ স্থগিত করা হয় অভিযান।

এর আগে গত ২৯ জানুয়ারি সদরঘাট ও ৭ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের অভিযান দুটিও একইভাবে স্থগিত করা হয়।

অথচ চলতি বছরের ১৮ জানুয়ারি রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে চট্টগ্রামের ছয়টি এলাকায় অভিযান চালানোর কথা উল্লেখ করে পর্যাপ্ত আইনশৃঙ্খল বাহিনীর সদস্যের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়।

ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘রেলের জায়গায় সন্ত্রাসীদের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ, অসামাজিক কর্মকাণ্ড উচ্ছেদে রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা উচ্ছেদের দিনও ঘোষণা করেছে। কিন্তু ভূ-সম্পত্তি দপ্তরের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশ থানায় তারা বিভিন্ন কৌশলে অভিযান স্থগিত করাচ্ছে।’

বিভাগীয় ভূ-সম্পত্তি দপ্তরের কানুনগো আব্দুস সালাম বলেন, আগের দুটি অভিযানও ম্যাজিস্ট্রেট না থাকায় স্থগিত করা হয়। বুধবারের অভিযানও ম্যাজিস্ট্রেট না থাকায় স্থগিত করা হয়েছে।’

বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযান স্থগিত কেন রাখা হয়েছে, আমি জানি না। তবে ১৭ ফেব্রুয়ারি নতুন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা যোগদান করবেন। আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান চলবে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm