মোহরা এ এল খান উচ্চ বিদ্যালয়ে আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু

নগরীর চান্দগাঁও থানার মোহরা এ এল খান উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ নয় বছর পর আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক কাউন্সিলর সদস্য নাজিম উদ্দিন আহমেদ ৮ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-পূর্ব মোহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক আলম দিদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফ সেলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সাবিনা বেগম, শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, সত্যজিৎ কর, অঞ্জন চৌধুরী, খায়রুল বাশার প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন নদীর নামে ভাগ হয়ে আট দলে এই আন্ত:ক্লাস ফুটবল টুর্নামেন্টে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পদ্মা দলকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে সুরমা দল। খেলার উদ্বোধন করে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। স্কুল পর্যায়ে খেলার মধ্য থেকেই ভালো খেলোয়াড় তৈরি হবে। সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী হলেই ভালো শিক্ষার্থী হওয়া যাবে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!