বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর রোটন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে প্রচারণায় তিনি একথা বলেন। চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড, সিঅ্যান্ডবি রাস্তার মাথা ও কাটিরহাট বাজার এলাকায় গণসংযোগ করেন রোটন।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম সংসদীয় আসন-৮ এ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরহান আহমেদ, সাবেক উপ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবদুর রহিম জিল্লু, সাবেক সহ-সম্পাদক এসএম আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য ইরফানুল আলম জিকু, ফরহাদ আনোয়ার চৌধুরী তপু।
আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরী, সহ সম্পাদক হৃদয় মিত্র সুমন, সাবেক ছাত্রনেতা মো. আজমগীর, মো. সেলিম, একরামুল হক মিজান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো তাসিন, অভি চৌধুরী, লিপটন দেবনাথ লিপু, মো. মোজাম্মেল হক চৌধুরী, অভিমিত্র রাজ, ইরশাদুল আমিন মিয়া জাহিদ, সৈকত দাশ।