চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এবি ব্যাংক শাখায় সাত গ্রাহককে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অফিস কার্যালয়ে ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় এবি ব্যাংকের মোমিন রোড শাখা ব্যবস্থাপক এলেন মুৎসুদ্দিসহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া গ্রাহকরা ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।