মোবাইল হারিয়ে মা-বোনের বকুনি খেয়ে তরুণীর আত্মহত্যা বাকলিয়ায়

মা ও বোনের উপর অভিমান করে আত্মহত্যা করেছে গার্মেন্টস কর্মী নূর নাহার (১৭)।

বুধবার (১৮ মে) সকালে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল চেরাগ্গা গলিএ দুবাই কলোনির ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

নূর নাহারের বাবার নাম মো. আলমগীর। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহনপুর থানায়। তারা ৭ বোন।

মৃতের চাচা মো. শহীদ জানান, মঙ্গলবার গার্মেন্টস থেকে আসার পথে ভ্যানিটি ব্যাগ খোয়া যায় নূর নাহারের। ব্যাগে নূর নাহারের একটি স্মার্ট ফোন ছিল।

বুধবার সকালে তার ছোটবোন তাকে বকাঝকা করে মোবাইলের জন্য। বোনকে সে বলে, সেও গার্মেন্টসে চাকরি করে। কাজ থেকে ফেরার পর সে ব্যাগ ঠিকমতো রাখতে পারলে নূর নাহার পারে না কেন?

বোনের সাথে এসব কথায় সায় দেয় নূরনাহারের মাও। এসব শুনে অভিমান করে কাজে না গিয়ে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয় নূর নাহার।

পরে পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসক দেখে জানান, নূর নাহার অনেক আগেই মারা গেছেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!