চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মোবাইল চার্জার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ করা গেছে বলে চমেক সূত্র জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ১৯ নম্বর নাক-কান-গলা বিভাগের ডাক্তারদের অফিসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে একজন কর্তব্যরত চিকিৎসকের মোবাইল চার্জার থেকে অতর্কিত আগুনের সূত্রপাত ঘটে।
দ্রুত সময়ের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হলেও এর মধ্যে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুরের বেশ কিছু জরুরি কাগজপত্র আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে সূত্র। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছুটা আতঙ্ক ছড়ালেও বর্তমানে ওই ওয়ার্ডের অবস্থা একেবারে স্বাভাবিক বলে জানা গেছে।
নাক কান গলা বিভাগের একজন চিকিৎসক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মোবাইলের চার্জার থেকে ছোট একটা অগ্নিকাণ্ড ঘটেছে। দ্রুত সময়ে এটি নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এআরটি/এএইচ