মোবাইল আলাপের খরচ বাড়তে পারে আরও

আর নয়দিন পরই মোবাইলে কথা বলায় খরচ বেড়ে যেতে পারে। বর্তমানে মোবাইলে কথা বলায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এটি ৫ শতাংশ বাড়িয়ে আগামী বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। সম্পূরক শুল্ক বাড়ানো হলে সেটি ওইদিন থেকেই কার্যকর হবে।

মোবাইলে কথা বলা ও এসএমএসে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট কর দিতে হয় ২৭ দশমিক ৭৭ শতাংশ। সম্পূরক শুল্ক আরও বাড়ানো হলে সেটি গ্রাহকদের পকেট থেকেই কাটা হবে।

এর আগে চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে যেসব সেবা দেওয়া হয়, তার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!