মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু রাঙামাটিতে

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল হালিম নামের বাংলাদেশ সেনাবাহিনীর এক ল্যান্স কর্পোরাল সৈনিক নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) বিকালে সাড়ে ৩টার দিকে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আব্দুল হালিম। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের এমডিএসে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেনা সদস্য হালিম বাঘাইছড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধীনে ২৩ বীরে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যান তিনি। ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।

s alam president – mobile

আব্দুল হালিমের ছোট ভাই উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল বলেন, ‘বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিল। চাঁদেরগাড়ি দেখে হার্ড ব্রেক করলে মোটরসাইকেল থেকে উল্টে পরে মাথায় ও কোমরে আঘাত পান আব্দুল হালিম। পরে উদ্ধার করে খাগড়াছড়ি সেনাবাহিনীর এমডিএসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm