দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে জুলফিকার আহমদ (৪৮) নামে চট্টগ্রামের অধিবাসী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনায় এ নিয়ে দেশটিতে ১৩ বাংলাদেশির মৃত্যু হলো।
জুলফিকার আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে।
জানা গেছে, মোজাম্বিকের মানিকা প্রদেশের সিমুই সিটির ব্যবসায়ী জুলফিকার আহমদ প্রায় ১০ দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় তার মৃত্যু হয়। জানাজা শেষে মোজাম্বিকেই তাকে দাফন করা হবে বলে প্রবাসীরা জানান।
সিপি