মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!