মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাকেন্দ্র করবো : রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি যদি নির্বাচিত হই নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে চিকিৎসাকেন্দ্র করবো। এসব চিকিৎসাকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। যেখানে শ্রমিকসহ সকল পেশার মানুষ চিকিৎসা পাবে।

রোববার (২৬ ডিসেম্বর) নগরীর কাজীর দেউড়ি চত্বরে চট্টগ্রাম জেলা পিকআপ-মিনিট্রাক মালিক চালক ঐক্য পরিষদ ও চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা পিকআপ মিনিট্রাক মালিক চালক ঐক্য পরিষদের সভাপতি মো. ফেরদৌস জামান মুকুলের সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় পিকআপ মিনিট্রাক মালিক চালক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সোহান।
মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাকেন্দ্র করবো : রেজাউল করিম 1
কেন্দ্রীয় আওয়ামী মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী ও শ্রমিকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের উন্নয়নের কথা চিন্তা করে রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।

তিনি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদগুলো চাঁদাবাজরা দখল করে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। চাঁদাবাজদের বাদ দিয়ে সঠিক মানুষদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। মরহুম এবি মহিউদ্দিন চৌধুরী শ্রমজীবী শ্রমিকদের সবসময় পাশে থাকতেন। এমন একজন মহান নেতা হারিয়ে আমরা কয়েক বছর ধরে শ্রমিক অধিকার থেকে অবহেলিত হচ্ছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এমন একজন চসিক প্রার্থী উপহার দিয়েছেন যিনি সবসময় শ্রমিক আন্দোলনে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে রাজপথে ছিলেন। তিনি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারি এবং শ্রমিক ট্রেড ইউনিয়ন সিবিএ সংগঠনে নির্বাচনে দায়িত্বপালন করেন। শ্রমিকদের গঠনতন্ত্রসহ শ্রমিক অধিকার বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে তার। এবারের নির্বাচনে শ্রমিক জনতা তার পক্ষে কাজ করবেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন, ১০ নম্বর ভাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৫ নম্বর লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, ১৬, ১০ ও ২১ নম্বর মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আঞ্জুমানারা বেগম, কেন্দ্রীয় আওয়ামী মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাজেনুল ইসলাম চৌধুরী মিন্টন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ডা. শেখ মোহাম্মদ জাহেদ, আবুল হাসেম বাবুল, লায়লা আক্তার এটলি, মো. আব্দুল মান্নান, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, মো. নুরুল আবছার, মো. জসিম উদ্দিন, ছালামত আলী, রফিকুল ইসলাম রফিক, মো. সোহান, মো. ইব্রাহিম লালন, মো. রস্তম আলী প্রমুখ।

এএন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm