মেয়রপ্রার্থী রেজাউল করিমের গণসংযোগে বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমের সমর্থনে নির্বাচনী প্রচারণায় নামলেন বঙ্গবন্ধুর দৌহিত্র, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) চট্টগ্রাম নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের বিশ্বাসী। জনগণকে দেওয়া কথা রাখতে কখনোই ভুল করেনি আওয়ামী লীগ। তাই চট্টগ্রাম সিটির উন্নয়ন অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিশ্বকলোনী, ফিরোজ শাহ, অলংকার এলাকায় নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার মিয়া, বেসরকারী কারাপরিদর্শক ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মিয়া, ওয়াজেদ খাঁন রাজিব, জাহিদ হোসেন, নুর নবী মারুফ প্রমূখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমানের নানা। এছাড়াও তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ভ্রাতুষ্পুত্র।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm