s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

মেরামত শেষ না হতেই ফুটো, কর্ণফুলী নদীতে ডুবে গেল ফিশিং জাহাজ

0

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মেরামতের সময় ফুটো হয়ে এফবি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

তবে জাহাজে থাকা সব নাবিককে সরিয়ে নেয়ায় তারা নিরাপদে আছেন। জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডোর মো. হাবিবুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ক্রিস্টাল এইড নামের একটি শিপিং বোট শাহ আমানত সেতুর কাছে করণফূলী নদীতে নোঙ্গর করা ছিল। জাহাজটিতে মেরামতের কাজ চলছিল। মেরামতের সময় রাত সাড়ে তিনটা চারটার দিকে জাহাজের কোন এক জায়গায় ফুটো হয়ে পানি উঠতে শুরু করে।

তিনি বলেন, জাহাজের ক্রু’রা চিৎকার শুরু করলে আশেপাশের ট্রলার, শিপিং বোট গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। তবে জাহাজে মোট কতজন ক্রু ছিল তা এখনো জানা যায়নি।

লেফটেন্যান্ট কমান্ডোর মো. হাবিবুর রহমান জানান, জাহাজটি পুরোটাই পানিতে তলিয়ে গেছে।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm