বাবা কখন চকলেট নিয়ে ফিরবেন, সেই আশায় অপেক্ষা করছে আট বছরের শিশুকন্যা মাইশা (ছদ্মনাম)। কিন্তু বাবা যে আর কখনও ফিরবেন না, সেই কথা বুঝার মতো বয়স হয়নি তার। মাত্র ৩৭ বছরের মো. মোরশেদ পৃথিবী ছেড়েছেন সড়ক দুর্ঘটনায়। চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেছে তার।
শনিবার (২৯ জুন) বিকাল ৩টার দিকে বন্দর থানা এলাকার সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোরশেদ চান্দগাঁও থানার মৌলভীপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে। মোরশেদের।
দুর্ঘটনায় মোরশেদের মোটরসাইকেলে থাকা অপরযাত্রী সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।
১৫ বছরের এক ছেলে ও ৮ বছরের এক কন্যা সন্তানের জনক মোরশেদ। অসময়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পাগলপ্রায় মোরশেদের পরিবার।
এ বিষয়ে বন্দর থানার সহকারী পরিদর্শক (এসআই) মেহের অসীম দাশ বলেন, সল্টগোলা এলাকায় একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোরশেদ নিহত হন। অপর যাত্রী সুস্থ আছেন।
এ বিষয়ে নিহত মোরশেদের ছোটভাই মো.রাশেদুল আলম বলেন, আমার ভাই আগে একটি বেসরকারি চাকরি করতো। এখন সেটি বাদ দিয়ে পাঠাও চালিয়ে সংসার চালাতেন। কিন্তু আজ একটি ঘটনায় ভাইয়ের পরিবার একদম শেষ হয়ে গেলো। ওনার ছোট বাচ্চাটি বাবা কবে আসবে, সেই আশাতে পথ চেয়ে আছেন। বাচ্চাটিকে কি করে বুঝাবো বাবা আর আসবে না।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর কাদের মজুমদার বলেন, খবর পেয়েই আমার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। চালক মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপরযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তবে এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি এখনও আটক করা যায়নি বলে জানান ওসি।
বিএস/ডিজে