চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর নিউমার্কেট ও আমতল এলাকার একাধিক দোকানে বিক্রি হয়ে আসছে অবৈধ ও মেয়াদহীন শিশু খাদ্য। জেলা প্রশাসনের অভিযানে ধরা পড়েছে এসব অনিয়ম। ওই এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ফেব্রয়ারি) বিকাল ৪টার দিকে নিউমার্কেট ও আমতল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর নিউমার্কেট, আমতল এলাকার প্রসাধনীর দোকান ও শিশু খাদ্যের দোকানে অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি হচ্ছিল। জেলা প্রশাসনের অভিযানে আমতল মোড়ের কাজী স্টোর, বশর ট্রেডিংসহ তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছে।’
আরএম/ডিজে