মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি খাদ্যতে মাটিতে না পুঁতে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নতুন মোড়কজাত করে উচ্চমূল্যে বাজারজাত করছিল একটি চক্র। অবশেষে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এসব মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি খাদ্য জব্দ করেছে।
সোমবার (২১ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি পোল্ট্রি খাদ্যের গোডাউন থেকে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের তিন হাজার বস্তা ফিড জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় হাইওয়ে থানা ও আসলাম চৌধুরীর জুতো ফ্যাক্টরির পাশে একটি গোডাউনে বিদেশ থেকে আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ফিডকে অবৈধভাবে রাখা হয়।
মেয়াদোত্তীর্ণ ওই সব পোল্ট্রি ফিড নতুন করে মোড়কজাত করার জন্য রাখা হয়েছিল সেখানে। ফিডগুলোর প্রতি বস্তায় ৫০ কেজি করে মুরগির খাদ্য ছিল।
গোপন খরব পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার প্যাকেট পোল্ট্রি ফিড জব্দ করে।
এই বিষয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, ‘গোডাউনে পোল্ট্রি ফিডের মেয়াদোত্তীর্ণ প্যাকেটগুলো প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত খাদ্যে পরিণত হয়েছে। অভিযানে তিন হাজার বস্তা পোল্ট্রি ফিড জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি।’
তবে গোডাউন থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরএ/ডিজে