মেয়াদহীন ওষুধ বিক্রি করে চট্টগ্রাম মেডিকেল এলাকার সাহান ও জমজম

দুই প্রতিষ্ঠানকে জরিমানা আড়াই লাখ

মেয়াদহীন ওষুধ বিক্রি ও আমদানি তথ্য ছাড়া সার্জিক্যাল পণ্য বিক্রিসহ নানান অভিযোগে চট্টগ্রাম মেডিকেল গেটের দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। অভিযানে তাদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ব গেট এলাকার মেসার্স সাহান মেডিকো এবং জমজম ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

ফয়েজ উল্যাহ জানান, মেয়াদ ছাড়া ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য লাগানোর দায়ে মেসার্স সাহান মেডিকোকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জমজম ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, ড্রাগ সুপার কার্যালয়ের ড্রাগ সুপারইন্টেডেন্ট ফজলুল হক উপস্থিত ছিলেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm