মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের বর্ষপূর্তিতে সভা ও সনদ বিতরণ

চট্টগ্রাম নগরীর চকবাজারের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণের মাধ্যমে মেমোরী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে গত ২৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ শর্টকোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক জাকির হোসেন স্বপন, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম উদ্দিন, সাংবাদিক প্রবীর বড়ুয়া, সাইবার সিকিউরিটি এক্সপার্ট সাফ্ফাত আহম্মদ খান, স্টুডেন্ট ফেয়ারের সভাপতি মো. জামাল উদ্দিন, প্রশিক্ষক শুভ দে ও মো. বাহার উল্লাহ।

অতিথিবৃন্দ বলেন, সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি শিক্ষায় দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে। ধৈর্য্য সহকারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুললে জীবনে সাফল্য আসবেই।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শওকত হোসেন সুমন, জাবের হোসেন, তানিয়া শীল পূজা।

অনুষ্ঠানে মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ২৮ জনকে সম্পূর্ণ বিনা ফি এবং ২৮ জনকে অর্ধেক ফি-তে মাইক্রোসফট অফিস কোর্সের জন্য নির্বাচিত করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm