গৃহকর বাবদ বকেয়া থাকা ১ কোটি ২০ লাখ টাকা চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) পরিশোধ করলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল।
রোববার (৬ সেপ্টেম্বর) সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে চেকটি তুলে দেন চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম।
এ সময় চসিকের সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চমেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান, চসিকের এস্টেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, উপ-কর কর্মকর্তা আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
চসিক প্রশাসক চট্টগ্রামে আরও কয়েকটি বিশেষায়িত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।