আগেরদিন চট্টগ্রাম সিভিল সার্জন থেকে পাঠানো প্রতিবেদনে জোড়া মৃত্যু দেখানো হয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টার নতুন প্রতিবেদনে জানানো হয়েছে আগেরদিনের জোড়া মৃত্যুর দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি। সেই হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে মৃত্যুশূন্য দিন পার করলো। তবে আগেরদিনের জোড়া শনাক্ত থেকে বেড়ে এদিন দাঁড়িয়েছে ৫ জনে। শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ২৩৪ জনে। এদের মধ্যে ৭৩ হাজার ৯৭৪ জন নগরের বাসিন্দা। বাকি ২৮ হাজার ২৬০ জন বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত এক হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নগরের ৭২৩ জন এবং উপজেলার ৬০২ জন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় পাঁচজনের দেহে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। আবার
ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন চট্টগ্রামে অন্য কোন ল্যাবে করোনার রোগী পাওয়া যায়নি।
এমএহক