চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নগরের চেয়ে দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে উপজেলায়। এদিন চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ১০টিতেই করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান মেলেনি। মাত্র চার উপজেলায় ৮ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলে। তাতেই ছাড়িয়ে যায় নগরের ৪ শনাক্তকে। উপজেলার রোগীদের মধ্যে সীতাকুণ্ডে ৪ জন, রাউজানে ২ জন এবং সন্দ্বীপ ও হাটহাজারী উপজেলায় ১ জন করে রোগী শনাক্ত হয়। তবে এদিন আবারও মৃত্যুশূন্য দিন পার করে চট্টগ্রাম।
চট্টগ্রামে নতুন ১২ জনসহ এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ২১৪ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৩ হাজার ৯৬১ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৫৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩২২ জনে। এর মধ্যে ৭২২ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬০০ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট এক হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৮৩৪।
ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে সর্বোচ্চ ৫ জন করোনা শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালে ২ জন করে এবং শেভরন ল্যাবরেটরিজ, মা ও শিশু হাসপাতাল ল্যাব ও ইপিক হেলথ কেয়ারে ১ জন করে রোগী শনাক্ত হয়। এদিন চট্টগ্রামের অন্যান্য ল্যাবে কারও নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়নি।
এমএহক