মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার পৌরসভার বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।

অভিযানে জামাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সেলিম স্টোরকে ৩ হাজার টাকা ও সৈয়দ স্টোরকে ৩ হাজার টাকা ও মাংস বিক্রেতা নুরুচ্ছপাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার পৌরসভার বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে চার দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা এসব দোকানে মূল্য তালিকা ছিল না।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm