মূল্য তালিকা না থাকায় ৮ ব্যবসায়ীকে জরিমানা সীতাকুণ্ডে

পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি বন্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।

অভিযানে মূল্য তালিকা না থাকায় আট ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

সীতাকুণ্ডের ইউএনও কেএম রফিকুল ইসলাম জানান, সিন্ডিকেট করে পেঁয়াজ ও ডিমের মূল্য বৃদ্ধি করে চলেছে একটি অসাধু চক্র। সেই কারণেই পৌরসদরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে দেখা গেছে, কোনো একটি দোকানেও মূল্য তালিকা টাঙানো নেই। তাই আমি প্রাথমিকভাবে সবাইকে মূল্য তালিকা বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দিয়েছি। আর মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা করে আট দোকানে জরিমানা করে সতর্ক করেছি।

তিনি আরও জানান, এরপরও যদি মূল্য তালিকা না পাওয়া যায় এবং কেউ দাম বেশি রাখেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমি দেখলাম একেক দোকানে একেক রকম মূল্য। এটি আসলেই অনেক দুঃখজনক বলে জানান ইউএনও।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm