চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে তিন আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। মূল্য তালিকা ও ভাউচার না থাকায় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) পাহাড়তলী বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
ফয়েজ উল্যাহ বলেন, মূল তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় পাহাড়তলী বাজারের এলাহি ট্রেডার্সকে ৫ হাজার, বি এম ট্রেডার্সকে ৫ হাজার ও জাহিদ অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আইএমই/ডিজে