মূল্য তালিকা না থাকায় চৌমুহনী বাজারের ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রি রশিদ না দেওয়ার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) আগ্রাবাদ সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হাসান তুরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার তানভির হাসান তুরান বলেন, আমরা হার্ড লাইনে যাচ্ছি। ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ক্রেতাদের কাছে এক টাকার পণ্য বিক্রিতেও ভাউচার এবং রশিদ দেন। মূল্য তালিকা যেন হালনাগাদ করে সাঁটানো থাকে, সেটির সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তানভীর হাসান তুরান।

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার; মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm