মূল্য তালিকার সঙ্গে ক্রয় ভাউচারের অসঙ্গতি, চাক্তাইয়ের ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ের মূল্য তালিকার সঙ্গে ক্রয় ভাউচারে অসঙ্গতি থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চাক্তাইয়ে
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

জানা গেছে, নগরীর চাক্তাইয়ের মেসার্স নিশাত এন্টারপ্রাইজ ও মেসার্স বিএন ট্রেডার্সকে বেশি দামে চিনি বিক্রি করছিল। এজন্য দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই বিষয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘চিনির বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা, ক্রয় ও বিক্রয় ভাউচার, চিনির মজুদ ইত্যাদি তদারকি করা হচ্ছে। অইিযানে দুটি প্রতিষ্ঠানে মূল্য তালিকার সঙ্গে বিক্রয় ভাউচারের অসঙ্গতি পাওয়া যায়। এজন্য দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!