সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মিডিয়া উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত।
আদালত সূত্রে জানা যায়, রোববার (১২ ডিসেম্বর) মামলাটির আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার।
বুধবার মামলা গ্রহণযোগ্যতা শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। শুনানিতে পিপির (পাবলিক প্রসিকিউটর) মতামত জানতে চাওয়া হয়।
শুনানি শেষে এস কে এম তোফায়েল হাসানের আদালত মামলার আবেদন খারিজ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএম বদরুল আনোয়ার বাদি নিজেই। উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ চট্টগ্রামের পটিয়া উপজেলার এটিএম আবুল কাশেমের ছেলে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলার পর ডা. মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়।
এর জের ধরে সমালোচনার মুখে মন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হন তিনি।