চট্টগ্রাম নগরীর মুরাদপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধার নাম খুরশিদ বেগম (৬০)। তিনি মুরাদপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।
জানা গেছে, বিকাল ৩টায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ধাক্কায় দেয় ওই বৃদ্ধাকে। ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাকচালক।
পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিলে ডাক্তার বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
আরএ/ডিজে