চট্টগ্রাম নগরীর মুরাদপুরের হোটেল জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে জরিমানা করেছেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রান্নাঘর অপরিষ্কার, ফ্রিজে বাসি খাবার, রান্না করা ও কাঁচা তরকারি একসঙ্গে রাখাসহ প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীদের স্বাস্থ্যসনদ ছিল না।
এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।
রোববার (১২ জুন) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মারুফা বেগম নেলী বলেন, ‘নগরীর বিভিন্ন হোটেলকে বিভিন্ন সময় জরিমানা করার পরও মালিকের মনে ভয় কাজ করছে না। এ জরিমানায় আশা করি হোটেল জামান এক্সক্লুসিভ শোধরাবে।’
এছাড়াও একই অভিযানে কাতালগঞ্জ-হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালনার অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইএমই/ডিজে