মুদি দোকানদারের গলাকাটা লাশ হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে একটি মুদি দোকানের ভেতর থেকে দোকান মালিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় দোকানটির দরজায় ভেতর থেকে তালা মারা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত আজম (২৬) ফরহাদাবাদ ইউনিয়নের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে। আজম তার বাড়ির সামনেই মুদি দোকান করতেন।

বুধবার (২ জুন) সকালে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্দাকিনী এলাকার একটি মুদী দোকান থেকে আজমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে দোকানে ঘুমাতেন আজম। প্রতিদিনের মত মঙ্গলবার (১ জুন) রাতেও দোকানে ছিলেন তিনি। তবে বুধবার সকালে আজম দোকান না খুললে স্থানীয়রা আজমের পরিবারকে জানায়। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে নিহতের ভাই দোকানের উপরের টিন খুলে গলা কাটা অবস্থায় নিহত আজমকে দেখতে পায়।

এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে আজমের লাশ উদ্ধার করে।

হাটহাজারী থানার কর্তব্যরত কর্মকর্তা ফরহাদাবাদ ইউনিয়ন থেকে গলা কাটা লাশ উদ্ধারের কথা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

বিস্তারিত জানতে ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার উপ-পরিদর্শক প্রদীর দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm