মুখে মুখে পেঁয়াজের দাম ঠিক হয় খাতুনগঞ্জের বাজারে

খাতুনগঞ্জের আউলিয়া বাণিজ্যালয়কে জরিমানা

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে অভিযান চালিয়ে আউলিয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ পেঁয়াজের বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুস সামাদ শিকদার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অভিযান পরিচালনাকালে দেখা গেছে, খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারের পাইকার বা কমিশন এজেন্টদেরকে আমদানিকারকরা মুখে মুখে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেন।

অধিকাংশ কমিশন এজেন্টদের কাছে আমদানিকারকের পেঁয়াজ আমদানির ইনভয়েসের কোন কপি পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত কমিশন এজেন্টদের ভবিষ্যতে আমদানিকারকের ইনভয়েসের কপি সংরক্ষণের ব্যাপারে সতর্ক করেন। এ সময় বার আউলিয়া বাণিজ্যালয়কে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০০০টাকা জরিমানা করা হয়।

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!