চট্টগ্রামের আনোয়ারার মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
শনিবার (৭ নভেম্বর) রাত আটটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই মুক্তিযোদ্ধা স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কমান্ডার ফজল আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর হাসান আহমেদ।
রোববার (৮ নভেম্বর) দুপুর দুইটায় উপজেলার ডুমুরিয়া রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রয়াত এই মুক্তিযোদ্ধা চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক সরোজ আহমেদের চাচা।
এদিকে মুক্তিযোদ্ধা ফজল আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম সায়েম, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
এএইচ